Surprise Me!

অপু বিশ্বাস পা রাখলেন নতুন এক জগতে | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস পা রাখলেন নতুন এক জগতে। অভিনয়ের বাইরে নানা সময় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা গেছে তাকে। তবে এবার নিজে ‘এপিজে ফ্লোর’ নামে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে হাজির হলেন তিনি। এপিজে’র মধ্যে ‘এ’তে অপু এবং ‘জে’তে জয়। আর ‘পি’র অর্থ পরে জানাতে চাইছেন অপু।<br /><br />রাজধানীর নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে অপুর নতুন এ প্রতিষ্ঠান। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর এপিজে ফ্লোরের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, অপু বিশ্বাসসহ আরও অনেকে।<br /><br />বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/entertainment/news/544990

Buy Now on CodeCanyon